মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে ফকির লালন শাহের অন্যতম সেরা একটি গান । বাংলা লোকসঙ্গীতে বা লালনগীতি ‘তে এই গানটি অনেক গুরুত্ত্বপূর্ন । Milon hobe koto dine lyrics by fakir lalon shah. this lalongeeti is in bangla and it has a spiritual meaning.
Title: Milon Hobe Koto Dine
Song : Fakir Lalon Shah
Vocal And Tune : Fakir Lalon Shah
Milon Hobe Koto Dine Song Lyrics In Bengali :
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
হব বলে চরণ-দাসী।
ও তা হয় না কপাল-গুণে,
ও তা হয় না কপাল-গুণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন।
ঐ রূপ হেরি এ দর্পণে,
ঐ রূপ হেরি এ দর্পণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
Milon Hobe Koto Dine English Translation
When will I be united
with the Man of my Heart?
Day and night
like a rainbird
I long for the Black Moon,
hoping to become his servant.
But this is not my fate.
I caught a glimpse
of my Dark Lord a dream,
and then he was gone
like a flash of lightning
vanishing into the cloud it came from,
leaving no trace.
Meditating on his image,
I lose all fear of disgrace.
Poor Lālan says,
He who always loves
লালনশাহ তার অন্তর্যামী কে তার মনের মধ্যে দেখতে পেয়েছেন এবং আর সঙ্গে মিলনের জন্য অপেক্ষা করে যাচ্ছেন। কবে মিলন হবে সেই নিয়ে তিনি ব্যাকুল।
এমন আরো লিরিক্স পেতে আমাদের ওয়েবাইটের সাথেই থাকুন